ঝিনাইদহ সদর
ঝিনাইদহে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার
রাসেল আহাম্মেদ
ঝিনাইদহ ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকশিপুর গ্রামে মসজিদের কেশিয়ার খলিলুর মিয়ার (৪০) নামে ধর্ষনের শীলতাহানির অভিযোগ উঠেছে, ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর থানার সাগান্না ইউনিয়নের বকশিপুর গ্রামে, গত ৩০/১১/২০১৮ইং তারিখে শুক্রবার আনুমানিক বেলা ৩ ঘটিকার সময় একই গ্রামের মজিবরের ছেলে খলিল মিয়া (৪০)জমিতে সেচ দেওয়ার জন্য খোরশেদের বাড়িতে মেশিনের হেন্ডেল আনতে যায়, বাড়িতে গিয়ে জানতে পারে খোরশেদ ও তার স্ত্রী আলি হোসেন ফকিরের বাড়িতে সুন্নতে খাতনা অনুষ্ঠানে ব্যাস্ত ,এই সুযোগে মেয়ে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা করে, এক পর্যায়ে ভিক্টিম চিৎকার করলে খলিল মিয়া পালিয়ে যায়, এ বিষয়ে থানায় অভিযোগ করলে ওছি বিষয় টি আমলে নিয়ে রাতেই খলিলকে গ্রেফতার করে , এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এই বিষয়ে।