ঝিনাইদহ সদর
সততায় ১০০ পেলেন ঝিনাইদহের ভ্যানচালক
রাসেল আহাম্মেদ
ঝিনাইদহ হরিনাকুন্ড উপজেলার ভেরাখালি গ্রামের মহিউদ্দিনের ছেলে পিন্টু মিয়া(৩৪) ৬২ হাজার টাকা পেয়েও ফেরত দিলো টাকার মালিক কে,
গতকাল ৪ই ডিসেম্বর সোমবার সকাল ৯ টার দিকে ভেরাখালি গ্রামের মহিউদ্দিনের ছেলে পিন্টু মিয়া (৩৪) ভেরাখালি থেকে ভ্যান নিয়ে বৈডাঙ্গা বাজারে রওনা হলে ভাতুরে থেকে চাঁন মিয়া নামক এক যাত্রি উঠে তার ভ্যানে ,
ভ্যান চালক পিন্টু মিয়ার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ভাতুরে থেকে চাঁন মিয়া তার ভ্যানে উঠে, তার হাতে একটা ব্যাগ ছিলো, বৈডাঙ্গা আসলে চাঁন মিয়া আমাকে ভাড়া দিয়ে ব্যাগ ফেলে চলে যায়, হলিধানী যাওয়ার পথে দেখি আমার গাড়িতে একটা ব্যাগ পড়ে আছে, ব্যাগ খুলে দেখি ৬২ হাজার টাকা, পরে আমি ভাতুরের চাঁন মিয়াকে খুঁজে তার ৬২ হাজার টাকা ফেরত দেই, সৎ ভ্যান চালক পিন্টু মিয়ার এমন সততায় মুগ্ধ তার এলাকাবাসী।