ঝিনাইদহে মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ ডিবি পুলিশ কালীগঞ্জে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৭শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সেলিম হক (৩৬) ও মিজানুর রহমান (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার দিনগত রাতে তাদের পৌর এলাকার কাশিপুর ও গান্না রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য আইনে কালীগঞ্জ থানায় পৃথক ২টি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদুল ইসলাম জানান, ঝিনাইদহ ডিবি পুলিশের পৃথক ২টি টিম কালীগঞ্জের কাশিপুর ও গান্না রোডে মাদক বিরোধী অভিযান চালায়। সে সময় কাশিপুর বেদেপাড়া থেকে ৫৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শামসুল হকের ছেলে সেলিম হক কে ও গান্না রোডের আল মক্কা বেকারীর সামনে থেকে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার কমলাপুর গ্রামের মুরাদ আলী ছেলে মিজানুর রহমানকে আটক করে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলা হয়েছে। আসামিদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।