ঝিনাইদহে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
আব্দুল্লাহ আল মাসুদ–
ঝিনাইদহ মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর ২য় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ডিসেম্বর) দুপুরে এ বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
অফিস সেক্রেটারি রূপালী পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি সুনামের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জেলার শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ সকল বিভাগে সফলতা অর্জন করেছে প্রতিষ্ঠানটি । আগামীতে এ বিদ্যালয়টিকে ৫ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হলে শিক্ষার্থীদের জন্য ভাল হত বলে মনে করছেন তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকাসহ অভিভাবক মন্ডলিরা।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক শাহীনূর আলম লিটন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদাণ করা হয়। এবং কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।