ঝিনাইদহে “হেব্বি গ্রুপ”র ব্যতিক্রমী উদ্যগ
আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখ—
সমাজের পথ শিশু, অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এ্যাড. ফারুক ইমরান, বিউটি এক্সপার্ট একেএস অনিমিথ, ঝিনাইদহ চোখ’র এর পক্ষ থেকে আহমেদ নাসিম আনসারী, দুরন্ত ওয়েলফেয়ার ট্রাস্ট’র প্রধান নির্বাহী মিরাজ জামান রাজ, হেব্বি গ্রুপ প্রধান জাহান লিমন, এডমিন আবিদ হাসান, তিথী রহমান, নিলয়, অামিন, পূজাসহ আরও আনেকে।
ফেসবুকের হেব্বি নামের একটি গ্রুপের সদস্যরা শনিবার সকাল সাড়ে ১১ টার সময় ঝিনাইদহ চান্দা কমিউনিটি সেন্টারে এ কম্বল বিতরণ করা হয়।
৫০ জন অসহায় দুঃস্হদের মাঝে এ শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
ফেসবুকের হেব্বি নামের গ্রুপের প্রধান লিমন বলেন, আমাদের আজকের এই আয়োজনটা গ্রুপের মেম্বারদের সহযোগিতায় করা হয়েছে। এ শীতে আমাদের গরীব দুঃস্হরা যেন কষ্ট না পায় সে চেষ্টাই করা হয়েছে। তা ছাড়া আমাদের গুপের মেম্বার সবাই স্বেচ্ছায় এ সেবা মুলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে পথ শিশুদের পাশে সব সময় আমরা দাড়াবো।