ঝিনাইদহে ৫ জয়িতা পেলেন সম্মাননা
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় ঝিনাইদহের কালীগঞ্জে ৫ ক্যাটাগরীতে ৫ নারীকে শ্রেষ্ট জয়িতার সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৮ উদযাপন অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার হিসেবে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা পত্র ও ক্রেষ্ট তুলে দেয়া হয়।
এ বছর অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোছাঃ রাজিয়া খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোছাঃ নুরজাহান বেগম, সফল জননী হিসেবে মিসেস রিতা বিশ্বাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী হিসেবে আফরোজা পারভিন রূপালী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আসমা খাতুন সম্পাকে শ্রেষ্ট জয়িতার সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, জয়িতা সম্মাননাপ্রাপ্ত নারী নুরজাহান বেগম প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুন।