নামাজে বাংলায় দোয়া করা যাবে কি?
আমরা নামাজ ভঙ্গের কারণ হিসেবে জানি। নামাজের ভিতর কথা বলা, নামাজে দুনিয়াবি কথা বলা।
আমরা জানি যে হুজুর সা. সাহাবি রা. তাবেয়ি, তারা যে কোন সমস্যায় পড়লে নফল নামাজে দাঁড়াতেন। আল্লাহ রব্বুল আলামিন এর নিকট দোয়া করতেন।
তারা নামাজের ভিতর ফরজ নামাজ যেভাবে আদায় করি তার থেকে বাড়তি কিছু দোয়া করা যাবে কি না। সাহাবারা আরবিতে দোয়া করলে আমরাতো বাংলাভাষায় দোয়া করতে হবে। এটার বিধান কি?
নামাজ ইবাদত। ইবাদতের মাঝে যা কিছু করা হয়, সবই উক্ত ইবাদতের অন্তর্ভূক্ত। সুতরাং তার মাঝে দোয়া করা সেটিও ইবাদতের অংশ।
আর ইবাদত আরবি ভাষায়ই আদায় করতে হয়। অন্য ভাষায় ইবাদত আদায় হয় না। যেমন নামাজ, হজ্বের তাকবির, আজান, ইকামত ইত্যাদি।
সুতরাং অন্য ভাষায় দোয়া করলে নামাজ হবে না। বরং দোয়া আরবি ভাষায়, বা কুরআন ও হাদিসে বর্ণিত দোয়াই কেবল করা যাবে। নামাজে দোয়া করতে হলে আরবি দোয়াই করা এটিই বিধান।
দলিল- আদদুররুল মুখতার-২/২৩৩-২৩৪, ফতোয়ায়ে হিন্দিয়া,২/৩, বাহরুর রায়েক-১/৫৭৬
নফল নামাজে চাই তা তাহাজ্জুদ হোক বা অন্য নামায হোক সিজদায় গিয়ে কুরআন-সুন্নাহে বর্ণিত দোয়া করা যাবে। বা কুরআনে বা হাদিসে আছে এমন দুআর সমার্থক শব্দের দুআ করা যাবে। বা আখেরাতের জন্য দুআ করা যাবে। কিন্তু দুনিয়াবী দুআ করা যাবে না। আরবি ছাড়া অন্য ভাষায়ও দুআ করা যাবে না।
দুনিয়াবী দোয়া করলে বা আরবি ছাড়া অন্য ভাষায় দুআ করলে নামায ভেঙ্গে যাবে। দুনিয়াবী দোয়া-যেমন হে আল্লাহ! আমাকে এক লাখ টাকা দান করেন। আখেরাতের জন্য দোয়া যেমন-হে আল্লাহ আমাকে জান্নাত দান করেন।