ঝিনাইদহে বাম জোট প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ (সদর আংশিক-হরিণাকুণ্ডু) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী , জেলা বাসদের স্বমন্বয়ক এ্যাডভোকেট আসসাদুল ইসলাম আসাদ, ঝিনাইদহ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছে।
এসময় উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা বাসদের স্বমন্বয়ক আব্দুল মতিন বিশ্বাস, হরিণাকুন্ডু উপজেলস বাসদের স্বমন্বয়ক মো:ছবদুল শেখ,মহেশপুর উপজেলা বাসদের স্বমন্বয়ক আব্দুস সালাম,জেলা বাসদের সদস্য মমিনুর রহমান মিটুল,ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ জেলা সংসদের সাবেক সভাপতি সুজন বিপ্লব,ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম মিটুল,সহ সভাপতি সুদীপ সরকার,সহ সম্পাদক ইমন হোসেন,স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক শোভন হায়দার,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সংগঠক শারমীন আক্তার,কেসি কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবিনা খাতুন,চাঁদপুর আঞ্চলিক কমিটিরর সভাপতি ফারজানা ইয়াসমিন রিমা প্রমুখ।
মঙ্গলবার সকাল ১০ টায় ওয়াজির আলী স্কুল এ্যান্ড কলেজের সামনে থেকে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে ঝিনাইদহ শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রচার অভিযান উদ্বোধন ঘোষণা করেন, বাসদ জেলা সদস্য প্রবীণ কমরেড আব্দু মতিন বিশ্বাস।