ঝিনাইদহে শান্তিতে বিজয় উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা

সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে শান্তিতে বিজয় উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক দাতা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় রুপান্তরের বাস্তবায়নে ওয়েলফেয়ার এর্ফোটস (উই) আয়োজনে অনুষ্ঠিত হয়।শান্তিপুর্ন নির্বাচন নিয়ে খোলা মেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
সংরক্ষিত আসনের মেম্বরগন আলোচনায় উত্থাপন করেন আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটাদের নিরাপত্তা ও সহজ ভাবে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করার দাবী তলেন।জেলা মানবাধিকার ফোরামের আহবায়ক মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র আলহাজ্জ্ব সাইদুল করিম মিন্টু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক ও একুশে টিভি’র জেলা প্রতিনিধি এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েলফেয়ার এর্ফোটস (উই) এর নির্বহী পরিচালক শরিফা খাতুন।আরও উপস্থিত ছিলেন সোভা এনজিও নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম,সাংবাদিক সাজ্জাদ আহমেদ,সহ আওয়ামীলীগ,মহিলা অধিদপ্তরের প্রতিনিধি,সাংবাদিক,সংরক্ষিত আসনের মেম্বরগন,শিক্ষক,শিক্ষার্থী,এনজিও পরিচালকগন, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েলফেয়ার এর্ফোটস (উই) এর নির্বহী পরিচালক শরিফা খাতুন।
প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্জ্ব সাইদুল করিম মিন্টু বলেছেন,মাননীয় প্রধান শেখ হাসিনা ছাড়া কোন সরকারই নারীদের সহযোগিতা করেনি।কোন নারীই স্বাধীন না,শুধু ভোটের সময় স্বাধীন।
আওয়ামীলীগ সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে নারীদের উদ্দেশ্যে মেয়র বলেন আগামী ৩০ ডিসেম্বর আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটাদের সহ সকলকেই নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহব্বান জানান।উন্নয়নের ধারা অব্বাহত রাখতে ও নারীদের সকল সুযোগ সুবিধা বয়স্ক ভাতা,বিধবা ভাতা,খাবারের বিনিময় কর্মসূচী,ভিজিডি,ভিজিএফ কর্মসূচি চালু রয়েছে তাই নির্বাচনে নারী-পুরুষ ভোটার সহ সকল ভোটারকে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহব্বান জানান।