পাকা চুল কালো করার ঘরোয়া উপায়

অল্প বয়সে চুল পাকাটা খুবই অস্বস্তির কারণ। চুল পাকতে পারে নানা কারণে। বিশেষজ্ঞরা চুল পাকার ক্ষেত্রে যে কারণগুলো দেখিয়েছেন তা হলো, খাদ্যাভ্যাস, বংশগত কারণ ও লিভারের নানা সমস্যা। আর যাদের এমন অকালে চুল পেকে যায়, তারা বাজার থেকে কেমিক্যালযুক্ত প্রসাধনীর কিনে ব্যবহার না করে ঘরোয়া উপায় বেছে নিতে পারেন। কারণ তাতে কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না। তাই চলুন জেনে নেয়া যাক পাকা চুল কালো করার একটি ঘরোয়া উপায়।
আলু ছাড়িয়ে তার খোসাগুলো একটি পাত্রে রাখুন। এতে দুই-তিন কাপ পানি যোগ করুন। এবার এই পানিতে আলুর খোসাগুলি সেদ্ধ হতে দিন। আলুর খোসা সেদ্ধ হয়ে এলে পানিতে ছেঁকে নিন। এবার এই আলুর খোসা ছেঁকা পানি ঠাণ্ডা হলে একটি বোতলে ভরে রাখুন। ময়েশ্চারাইজিং শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে এই পানি মাখিয়ে নিন চুলে। এরপর আর চুল ধোবেন না। বরং তোয়ালে দিয়ে চেপে রাখুন কিছুক্ষণ। তারপর চুল শুকিয়ে গেলে আঁচড়ে নিন। আলুর খোসার গন্ধে অস্বস্তি হলে এই পানিতে এসেনশিয়াল অয়েল মিশিয়ে রাখুন। গন্ধ দূর হবে।
এভাবে কয়েক সপ্তাহ ব্যবহার করলেই ফিরে পাবেন আপনার কাঙ্ক্ষিত চুল।