ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

রাসেল আহাম্মেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের আনোয়ার মিয়ার ছেলে পারভেজ (১৮) গতকাল শনিবার সন্ধায় হলিধানি যাওয়ার পথে আমেরচারায় মোটরবাইক দুর্ঘটনায় নিহত হয়েছে।
জানা যায়, শনিবার সন্ধায় পারভেজ সহ তার দুই বন্ধু হলিধানি যাওয়ার পথে আমেরচারা নামক স্থানে পৌছালে বাইসাইকেলের সাথে ধাক্কা লাগলে পারভেজ রাস্তার পাসে থাকা গাছের সাথে ধাক্কা খায়, সাথে থাকা দুই বন্ধু মমিন ও হামিদ রাস্তায় ছিটকে পরে যায়, সাথে সাথে পারভেজ ও তার দুই বন্ধু কে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে পারভেজের অবস্থা আশংকাজনক হলে, কর্তব্যরত চিকিৎসক পারভেজকে ফরিদপুর রেফার্ড করে, ফরিদপুর যাওয়ার পথে অতিরিক্ত রক্ত খড়নের কারনে পথেই পারভেজের মৃত্যু হয় বলে জানা যায়, গুরুতর আহত হয়েছে হরিনাকুন্ড উপজেলার ছাব্দার মিয়ার ছেলে হামিদ(১৮)ও বৈডাঙ্গা গ্রামের তোঁফা মিয়ার ছেলে মমিন (১৭) পাভেজের অকাল মৃত্যুতে বৈডাঙ্গা গ্রামে জেনো শোকের ছায়া নেমে এসেছে।