প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও শপথ পাঠ এবং সংক্ষিপ্ত সমাবেশ
১৭ ডিসেম্বর ’১৮ সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার গোপালপুরস্থ সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, প্রয়াত নেতার স্মৃতির প্রতিগভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম সমিতিরকেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় অন্যতম নেতা সাখাওয়াত হোসেন।
সাধারণ সম্পাদক শাহজাহান কবির কৃষকনেতা মণিপীরের কর্মময় সংগ্রামী জীবনের ওপর আলোকপাত করে তা থেকে শিক্ষা নিয়ে কৃষক ওকৃষির সমস্যা সমাধানে সর্বস্তরের কৃষক জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সকল কৃষি উপকরণের ভর্কুতিমূল্যে কৃষকদের মাঝেসরবরাহ, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে চলমান আন্দোলনকে বেগবান করতে আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, কৃষি জমিধ্বংস রোধ, খাস জমি ভূমিহীন গরিব কৃষকদের মাঝে বণ্টনসহ ৭ দফা দাবিতে আন্দোলন গড়ে তোলার বিকল্প নাই। এর ওপর বিদ্যুতের মূল্য বৃদ্ধিউৎপাদন খরচকে আরো বৃদ্ধি করে কৃষককে আরো বিপর্যস্ত করবে।
সভাপতি তার সমাপনি বক্তব্যে বলেন, কৃষকনেতা মণিপীর সাম্রাজ্যবাদ ও তার দালালদের উচ্ছেদ করে কৃষি বিপ্লব তথা জাতীয় গণতান্ত্রিকবিপ্লবকে অগ্রসর করতে যেভাবে আমৃত্যু সংগ্রাম করেছেন তা থেকে শিক্ষা নিয়ে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র,
সরকার ও সংবিধান প্রতিষ্ঠারসংগ্রামে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান।