ঝিনাইদহ সদর
ঝিনাইদহে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা

ঝিনাইদহে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
রোববার ভোর ৭টায় ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, ঝিনাইদহ জেলা প্রেস ক্লাব, ঝিনাইদহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ। পরে একে একে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামজিক ও সাৎস্কৃতিক সংগঠন।
বিজয় দিবসের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে নানা বয়সী মানুষের ঢল নামে। এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।