ঝিনাইদহ সদর
ঝিনাইদহে আ.লীগ অফিসে বোমা হামলা

বুধবার রাতে জেলার সদর উপজেলায় আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। । স্থানীয় চৌরকোল বাজারে এ ঘটনা ঘটেছে বলে জানায় এলাকাবাসীরা।
এসময় এলাকাবাসী উপজেলার সদর থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ২০টি অবিস্ফোরিত বোমা জব্দ করে থানায় নিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি অপারেশন মহসিন হোসেন জানান, মূলত নির্বাচনকে সামনে রেখে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে তারা এই হামলা চালিয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।