কুয়াশার চাঁদরে আবৃত ঝিনাইদহ, তীব্র শীতের আগমনি বার্তা……..

শীতের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশায় ঢেকে ফেলেছে ঝিনাইদহ শহর। তবে স্থান ভেদে কম-বেশি হতে পারে। কুয়াশাই জানিয়ে দিচ্ছে তীব্র শীতের আগমনী বার্তা। ডিসেম্বরে শীতের তীব্রতা থাকবে বলে আভাস দেন আবহাওয়া অধিদপ্তর ।
ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে।
দীর্ঘমেয়াদী পূর্বাভাসের বিষয়ে আবহাওয়ার অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, ডিসেম্বরের শেষার্ধ্বে উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ এবং অন্যান্য স্থানে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
পরিবেশ অধিদপ্তর জানায়, সহনীয় মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি ভাসমান ক্ষতিকর বস্তুকণা ডিসেম্বর-জানুয়ারিতে বাতাসে বিরাজ করে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পরিস্থিতি বিশেষ করে শিশুদের রোগাক্রান্ত হওয়া এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।