ইসলাম ছাড়া লাইফ ইমপসিবল!
ঝিনাইদহের চোখঃ
যারা ইসলামের পথে চলেনি তারা আসলে বুঝবে না যে ইসলামের পথে চলার মজাই আলাদা। যেহুেতু ইসলামই সঠিক দ্বীন (ধর্ম)। তাই ইসলামের উপর চললে মনে প্রশান্তি আসে। নিজ জীবন ইসলামী বিধান অনুযায়ী পরিচালনা করলে জীবন হয় সুখের ও সাচ্ছন্দ্যময়। তারাই ইসলামের প্রকৃত শান্তি উপলব্ধি করতে পারবে যারা ইসলাম অনুযায়ী নিজ জীবন পরিচালিত করবে।
বন্ধু ছাড়া লাইফ ইমপসিবল নয় বরং ইসলাম ছাড়া লাইফ ইমপসিবল! কারণ ইসলামেই রয়েছে বিশ্ব মানবতার সমাধান। ইসলামেই রয়েছে উত্তম বন্ধু স্বয়ং— আল্লাহ সুবহানাহু তায়ালা। যিনি তার বান্দাকে দয়া করেন ও ভালবাসেন।
কিন্তু ইসলামই সর্বোচ্চ উত্তম বন্ধুর পরিচয় দেয়-আর তিনি মহান আল্লাহ তায়ালা। তিনিই মুমিনদের প্রকৃত বন্ধু। তিনিই এমন এক স্বত্তা যিনি ইহকালে (দুনিয়ার জীবনে) বন্ধু , কবরের জীবনে বন্ধু, পরকালে (মৃত্যুর পরের জীবনে) বন্ধু। আপনার দুনিয়ার বন্ধু আপনাকে ছেড়ে যেতে পারে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে।
কিন্তু আল্লাহ সুবহানাহু তায়ালা উত্তম বন্ধু তাকে ভালবাসলে,তার ইবাদাত করলে, তার সাথে কাউকে অংশীদার না করলে তিনি আপনাকে ছেড়ে যাবেন না। বরং আপনাকে সাহায্য করবেন ও সফল করবেন। তাই আসুন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করি।