জামায় সুগন্ধির দাগ মুছবেন কীভাবে?

ঝিনাইদহের চোখঃ
অনেক সময়েই সুগন্ধি ব্যবহার বিরক্তির কারণ হয়ে ওঠে জামায় দাগ বসে যাওয়ার কারণে। কিছুতেই সেই দাগ উঠিয়ে ফেলা সম্ভব হয় না। তবে কিছু বিষয় মাথায় রাখলে এই অনাকাঙ্ক্ষিত দাগ থেকে মুক্তি পাওয়া যায়। জানেন সে সব কী কী?
পারফিউমের বদলে বডি স্প্রে ব্যবহারে করুন বেশি। তবে খেয়াল রাখবেন, বডি স্প্রে লাগানোর পরেই জামা পরবেন না। তা শরীরেরই শুকোতে দিন কিছুটা সময়। তার পর পোশাক পরুন। এতে পোশাকে দাগ ধরবে না। এর পরেও দাগ দূর না হলে বদলান সুগন্ধি।
সুগন্ধির দাগ ধরে যাওয়া পোশাক পরিষ্কারেরও কিছু নিয়ম আছে। ডিটারজেন্টের ক্ষারে পোশাক নষ্ট হয় তাড়াতাড়ি। তাই দাগ লাগলেই তাকে ডিটারজেন্টে ডোবাবেন না। বরং দাগ লাগা অংশগুলি একটি নরম কাপড় দিয়ে মুছে নিন৷ তার পর তা খোলা হাওয়ায় শুকোতে দিন কিছুক্ষণ।
এর পর স্কিন টোনার লাগিয়ে রাখুন কিছুক্ষণ। এ বার আবারো শুকান। ডিওড্রেন্টের নাছোড় দাগ উঠবে সহজেই।