আজকের রাশিফল, ২৫/১২/২০১৮

ঝিনাইদহের চোখঃ
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
শত্রুর জন্য ব্যবসায় অশান্তি। উর্দ্ধতনের কাছে অপদস্থ। আইনি কাজে ভয়ভাব। প্রেমযোগ মিশ্র।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বিপদের যোগ। কর্মস্থানে সম্মানহানি। প্রেমে সমস্যা। মানসিক অবসাদ।
মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মে স্থানান্তরিত। মনযোগ বৃদ্ধি। প্রেমে মনকষ্ট। ব্যবসায় অর্থলাঘু। যাত্রাযোগ শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
চাকরির স্থানে সুনাম বৃদ্ধি। চোখের অসুবিধা কর্মে ব্যাঘাত। সঙ্গীতানুরাগ। প্রেম নিয়ে চিন্তা।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
পড়াশুনার জন্য বিদেশে যাত্রা। অকারন অর্থ ব্যয়। আগুন থেকে সাবধান। মুখমণ্ডলের রোগে ভোগান্তি। প্রেমে বিবাদ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
সম্পত্তি নিয়ে অশান্তি। আইনি জটিলতা। প্রাপ্তি যোগ। খেলাধুলায় ভাল খবর আসতে পারে। দাম্পত্যে অশান্তি।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
প্রেম নিয়ে মন চঞ্চল। ব্যবসায় লাভ। বকেয়া পাওনা প্রাপ্তি। পরিবারের বিপদ। যাত্রাযোগ ভোগান্তি।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মস্থলে শান্তি বিরাজ। ব্যবসায় শুভ। শারিরীক কষ্ট বাড়বে। প্রেমে রাগ অভিমান।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নমনীয় মনোভাব। প্রেমে বাধা। সন্তানের ব্যবহারে মনকষ্ট। ব্যবসায় প্রাপ্তি। অতিথি আগমন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মে মনোযোগ বৃদ্ধি। বিবাহ জীবনে সুখবর। ক্রেতার কারনে অশান্তি। আয়ব্যয়ের সমতা ঠিক থাকবে না।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সঞ্চিত অর্থ ব্যয়। প্রেমে দুশ্চিন্তা। অতিথি আগমন। পরিবারে বিরোধ। হাঁপানির প্রকোপ বাড়তে পারে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মনে উচ্চাশা। পরিবারে দুশ্চিন্তা। মুরুব্বিকে নিয়ে সংসারে অশান্তি। সম্পত্তি লাভ। প্রেমযোগ মিশ্র।