ঝিনাইদহ সদর
ঝিনাইদহে পৌর-আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী পথসভা

পৌর-আওয়ামী লীগের উদ্যোগে ঝিনাইদহ ছোট ভুটিয়ার গাতী এলাকায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর সোমবার বিকালে ঝিনাইদহ পৌর-আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কর্তৃক বর্তমান সরকারের উন্নয়ন ও স্বাধীনতার প্রতিক নৌকার প্রচারণা অব্যাহত রাখতে ২নং ওয়ার্ডের ছোট ভুটিয়ার গাতী ঈদগাহ ময়দানে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় শ্রমিকলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ বুলু জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ পৌর-আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস,সহ আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,ঝিনাইদহ জেলার উন্নয়নের জন্য ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।