ঝিনাইদহ সদরটপ লিড

মানুষই পারে সুন্দর একটা পৃথিবী উপহার দিতে-ঝিনাইদহে পীযুষ বন্দোপাধ্যায়

ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহে ‘গাহি সাম্যের গান’ এ স্লোগানকে সামনে রেখে ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় এইড কমপ্লেক্সের আঙিনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রীতি বাংলাদেশ ঝিানাইদহ জেলা কমিটির উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক বিশিষ্ট অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায়।

সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। অনুষ্ঠানে কবি, সাহিত্যক, শিল্পী, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, পুরোহিত, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা, নারী নেত্রী সহ সমাজের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহ্বায়ক এম. সাইফুল মাবুদ। পরিচালনা করেন সদস্য সচিব একরামুল হক লিকু। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বলেন, মহান মুক্তিযুদ্ধে আমরা হিন্দু, মুসলিম, খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির মাধ্যমেই যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। সম্প্রীতি বাংলাদেশ এর মূল মন্ত্র হলো, ‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই’। বর্তমান সময়ে এর অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। যারা অপব্যাখ্যা দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। মানুষই পারে সুন্দর একটা পৃথিবী উপহার দিতে। প্রতিটা নির্বাচনের পরেই সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়ে থাকে। আমরা এবার চাইব, এধরনের ঘৃণ্য কাজ থেকে সবাই নিবৃত হয়ে সুষ্ঠ সুন্দর নির্বাচন উপহার দিয়ে দেশে সন্ত্রাস, জঙ্গি, যুদ্ধাপরাধী মুক্ত একটি সরকার গঠন করতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button