ঝিনাইদহ সদর
ঝিনাইদহে গৃহবধু হত্যা মামলায় স্বামীসহ গ্রেফতার ২

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে গৃহবধু পারভীনা আক্তার হত্যা মামলায় স্বামী আলাউদ্দিন ও দেবর জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, রবিবার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার মুনুড়িয়া গ্রাম থেকে নিহত পারভীনা আক্তারের স্বামী আলাউদ্দীন ও দেবর জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। এর আগে নিহতের ভাই মুনমুন হোসেন বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় স্বামী ও দেবরকে হয়েছে।
এর আগে রবিবার সকালে সদর উপজেলার নারায়ণপুর গ্রামের মাঠের একটি সরিষা ক্ষেত থেকে পারভীনা আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।