ঈমানের স্বাদ পাবেন যেভাবে
ঝিনাইদহের চোখঃ ঈমান একটি মহা মূল্যবান বস্তু। দুনিয়ার সব কিছুর চাইতে ঈমানের মূল্য অনেক বেশি। একজন প্রকৃত মুমিন সে তার জীবনের সব কিছুকে ত্যাগ করতে রাজি, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হতে সে রাজি নয়। একজন মুমিনের নিকট ঈমানই সবচেয়ে বড় ও মহা মূল্যবান সম্পদ। এছাড়া দুনিয়ার সব কিছুই তার নিকট তুচ্ছ ও মূল্যহীন। সমগ্র দুনিয়ার ধন-সম্পদ, রাজত্ব, ভোগ সামগ্রী তার ঈমানের সামনে একেবারেই নগণ্য।
হযরত আনাস ইবনে মালেক (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেন, তিনটি জিনিষ যে ব্যক্তির মধ্যে রয়েছে সেই ঈমানের স্বাদ পেয়েছে।
চলুন জেনে নেই যে তিনভাবে আপনি ঈমানের স্বাদ পাবেন:
১. যে ব্যক্তির নিকট আল্লাহ ও তার রাসূল সবচেয়ে প্রিয়।
২. যে মানুষকে ভালবাসে একমাত্র আল্লাহর জন্য।
৩. যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর কফরীতে ফিরে যাওয়া না পছন্দ করে, যেভাবে সে আগুনে নিক্ষিপ্ত হওয়া না পছন্দ করে। -বোখারী শরীফ