ঝিনাইদহে মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি, বড় দুর্ঘটনা ঘটার আশংকা

মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মাহসড়কের সদর উপজেলার উত্তর নারায়নপুর থেকে ডাকবাংলা হল বাজার বাজার পর্যন্ত সড়কের মধ্যে ৬টি বিদ্যুতের খুুটি অত্যন্ত ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে সচেতন ব্যক্তিবর্গ।
স্থানীয়রা বলেন, ব্রিটিশ সময়ে বর্তমান মেহেরপুর নীলকুঠির সাথে স্থল পথে ঝিনাইদহের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ন সড়কের মধ্যে একটি। যা আজো মেহেরপুর হতে রাজধানীর সাথে যোগাযোগের গুরুত্ব বহন করে আসছে। প্রতিদিনই স্থানীয়সহ দূর দুরান্তের যোগযোগের জন্য কয়েক শত যানবহন চলাচলে করে থাকে। কিন্তু মহাসড়কে বিদ্যুতের খুটিগুলো অত্যন্ত ঝুকিতে রয়েছে।
চুয়াডাঙ্গা ডিলাক্সের (সিডি) চালক শরিফুল ইসলাম বলেন, রাজধানীর সাথে যোগাযোগের গাড়ি গুলোর গতি একটু বেশিই থাকে। কিন্তু ডাকবাংলা স্থানটিতে কয়েকটি বিদ্যুতের খুটি রয়েছে, যা ঝুকিপূর্ন। সতর্ক না থাকলে যে কোন যানবহনই দূর্ঘটনায় পড়তে পারে। ঝুকিপূর্ন খুটিগুলো অপসারন করা অত্যন্ত জরুরি বলে তিনিসহ সচেতন ব্যক্তিবর্গ মনে করেন।