ঝিনাইদহ সদরনির্বাচন ও রাজনীতি
ঝিনাইদহে নৌকার প্রচারণায় সস্ত্রীক সমি সিদ্দিকী

ঝিনাইদহের চোখঃ
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই প্রার্থীদের সহধর্মীনিরাও। বুধবার ঝিনাইদহ শহরে গণ সংযোগে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তাহ্জীব আলম সিদ্দিকী সমি’র স্ত্রী তানজাবীন আলম সিদ্দিকী।
তিনি শহরের পায়রা চত্ত্বর থেকে কেপি বসু সড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও পথচারিদের সাথে গণসংযোগ করে নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান।
এসময় তার সাথে ছিলেন ঝিনাইদহ-২ আসনের নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকরা।