নিজ দলকে বর্জনের আহ্বান জানালেন ঝিনাইদহের জামায়াত প্রার্থী
ঝিনাইদহের চোখঃ
নিজ দল জামায়াতে ইসলামীকে বর্জনের আহ্বান জানিয়েছেন ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মতিয়ার রহমান। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
ভিডিও বার্তায় মতিয়ার তার অতীত অপকর্মের জন্যও ক্ষমা প্রার্থনা করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশ, জাতি ও স্বাধীনতার শত্রু বলে মন্তব্য করেন।
ঝিনাইদহের মানুষের উদ্দেশ্যে এই জামায়াত নেতা বলেন, প্রিয় এলাকাবাসী, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালই আছেন।
আমি অধ্যাপক মতিয়ার রহমান ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমি আমার অতীতের সকল অপকর্মের জন্য দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ, জাতি ও স্বাধীনতার শত্রু। আসুন আমরা সকলে স্বাধীনতাবিরোধী এই দলটিকে বর্জন করি।
প্রসঙ্গত, অধ্যাপক মতিয়ার রহমান জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলার নায়েবে আমির। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ-৩ আসনে নির্বাচন করছেন।
উ্ল্লেখ্য-জানা যায়, গত কয়েক বছর ধরে তারা আত্মগোপনে ছিল।
তবে গত ২৬ ডিসেম্বর ভোরের দিকে ঢাকার রায়ের বাজার থেকে ঝিনাইদহ পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ।