হজমশক্তি বাড়াতে করণীয়

পানি শরীরের জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান। নিয়মিত পানি পান করলে তা শরীর থেকে টক্সিন বের করে শরীর সুস্থ রাখতে সাহায্য করে। প্রতিদিন কমপক্ষে ৬ থেকে ৮ গ্লাস পানি পান করলে শরীরের পানিশূণ্যতা দূর হবে। একই সঙ্গে শরীরে শক্তি পাওয়া যাবে এবং শরীর সুস্থও বোধ হবে। এমন কিছু উপাদান রয়েছে যা পানির সঙ্গে মিশিয়ে খেলে তা হজম পদ্ধতি আরও উন্নত করে।
স্লাইস করে কাটা ৪ থেকে ৫ টি লেবুর টুকরা হালকা গরম পানিতে মিশিয়ে খেলে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। এটা হজমশক্তি বাড়াতেও ভূমিকা রাখে।
পানিতে পুদিনা পাতা মিশিয়ে খেলেও তা হজমের জন্য দারুন কার্যকরী হয়। পুদিনা পাতা লালাগ্রন্থির কার্যক্ষমতা বাড়ায়। যা খাবার ভেঙ্গে হজমে সহায়তা করে। কোনো কারণে পেট ব্যথা হলে পানি মেশানো পুদিনা পাতা খেতে পারেন। এতে ব্যথা কমে যাবে।
শসা ভিটামিন বি’এর ভালো উৎস যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। একই সঙ্গে এটি হজমেরও ভালো সহায়ক। যদি পানির সঙ্গে সামান্য শসা মিশিয়ে খাওয়া যায় তাহলে হজমশক্তি আরও উন্নত হবে।
যারা নিয়মিত হজমের সমস্যায় ভূগছেন তারা পানির সঙ্গে একটা দারুচিনির টুকরো মিশিয়ে খেতে পারেন। এটি হজমের সহায়ক হবে।
যারা নিয়মিত পেটের বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন তারা কয়েক টুকরা আদা পানিতে ভিজিয়ে সারারাত রেখে দিন। সকালে সেই পানিটা পান করুন। এটা পেটের সমস্যা অনেকটাই দূর করবে।
সূত্র : হেলদিবিল্ডার্জড