ও আমার বাংলা মা—–সালমা ইসলাম
ঝিনাইদহের চোখঃ
ও আমার বাংলা মা——সালমা ইসলাম
ও আমার বাংলা মা তোমার বুকে শুয়ে আছে লক্ষ লক্ষ শহীদসেনা,
দেশের তরে জীবন দিয়ে আনলো যারা স্বাধীনতা।
শহীদের রক্তে ভেজা পবিত্র এই মাটিতে জাগছে বুঝি একদল হায়েনা।
খুবলে খায় মায়ের দেহ বিবেক তাদের জাগেনা।
সন্তানের আর্তনাদে ওদের মন গলে না
আক্ষেপের বলে মা চেটেপুটে খাচ্ছি তোরা,
আল্লাহর কাছে বিচার দিলাম ক্ষমা তোরা পাবি না।
বুক ফুলিয়ে মাটির পরে যতই তোরা চল
ধ্বংস তোদের হবে একদিন বাঁচার সময় পাবিনা।
স্বাধীন দেশে চলছে কেন এমন সব তাণ্ডব?
স্বাধীনতা জিম্মি নাকি হায়েনাদের পায়ের কাছে?
জাগো মানব জাগো সবের বিবেক,
মায়ের বুকে অপবিত্রতার ছাপ আর লাগতে দিও না।
এসো সবাই ধিক্কার জানায় লক্ষ কোটি বার
ঐ হায়েনাদের জঘন্য তৎপরতার,
পবিত্র এই দেশের মাটি কেন আজ কলুষতায় ভরা?
কোথায় আইন ,কোথায় প্রশাসন
বিচার নিয়ে তোমরা যেন আর করো না প্রহসন।
হায়েনাদের সব শক্তি বিনাশ কর সমূলে
শাস্তি ওদের মৃত্যু দন্ড হতেই হবে হতেই হবে,
এভাবে সন্তানের সমানে কোন মা যেন ধর্ষিত না হয় কোন কালে।