ঝিনাইদহে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ
ঝিনাইদহের চোখঃ
কখনও মাদক সেবন করবো না। মাদকের সঙ্গে জড়িত বিপদগামীদের আলোর পথে ফিরিয়ে আনার শপথ নিয়েছে ঝিনাইদহ কালীগঞ্জের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা।
রোববার (৬ জানুয়ারি) সকাল ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের আলোচনা সভায় তারা এমন শপথ গ্রহণ করে। মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান ঝিনাইদহের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা। আরও বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুছ আলী, প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ছাত্রজীবন থেকেই অনেক শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের চোখ ফাঁকি দিয়ে ভয়াবহ মাদকসেবনের সঙ্গে জড়িয়ে পড়ে। এরপর অকালে মৃত্যু হয় তাদের। আর পরিবারের সঙ্গী হয় সারাজীবনের কান্না। এটা থেকে রেহাই পেতে সকলকে সচেতন থাকতে হবে। মাদককে কঠোর হাতে দমন করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।