মাত্র ৫ লাখ টাকায় শিশুটি ফিরে পাবে নতুন জীবণ
রবিউল ইসলাম, ঝিনাইদহের চোখঃ
টাকার পরিমান ৫ লাখ, অনেকের কাছে পরিমানটা বেশি না হলেও শিশুটির পরিবারের জন্য তা স্বপ্নের মত।বলছিলাম ৮ বছর বয়সী শিশু আমু আনাস মৌনের কথা।এই বয়সেই ফুটফুটে শিশুটির দেহে বাসা বেধেঁছে ঘাতক ব্যাধি ব্রেন টিউমার। শরীরের যন্ত্রনা নিয়ে পিতার অর্থের অভাবে এখন শুয়ে আছে বাড়ীর বিছানায়।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমু আনাস মৌন( ৮)ব্রেইন টিউমার আক্রান্ত।সে শিশু একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্র। মৌন কালীগঞ্জ মধুগঞ্জ বাজারের মোঃ আক্তারুজ্জামান ছেলে ও বীর মুক্তিযোদ্ধা মৃত ডাঃ নূরুল ইসলাম(শুকুর) এর নাতি।
মৌনের পিতা কালীগঞ্জ পৌরসভার বিদ্যুৎ হেলপার হিসাবে কর্মরত রয়েছেন। ছেলের চিকিৎসার জন্য পিতা ধার -কর্জ আর সহায় সম্বল বিক্রি করে প্রায় ২ লাখ টাকা খরচ করেছেন।এখন তার খরচ করার আর কিছুই নেই। দীর্ঘদিন ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। ডাক্তার জানিয়েছেন তার ওখানে অপারেশন করা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য ভেলোর অথবা ব্যাঙ্গালুর নিতে হবে। শিশুটির চিকিৎসা করাতে এখনও অন্তত ৫ লাখ টাকার প্রয়োজন।
যা তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়।
তার পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যাক্তিদের নিকট সাহায্য কামনা করেছেন।
যোগাযোগ ও সহায়তা পাঠাবার ঠিকানা,
মোঃ আক্তারুজ্জামান
মুঠো ফোন ও বিকাশ নং-০১৭৩৪৯৫৩৯৮৮