ঝিনাইদহ সদর
ধর্ষনের প্রতিবাদে হলিধানীতে সামাজিক সংগঠনের মানববন্ধন

আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহের চোখ-
দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের হলিধানীতে সামাজিক সংগঠন মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শুক্রবার বিকালে হলিধানী জির পয়েন্ট ক্লাবের আয়োজনে বাজারের মেইন সড়কের পাশে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
এসময় বাংলাদেশ জাতীয়বাদী মৎস্যজীবি দলের ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ সুমন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হারুনুর রশিদ, জির পয়েন্ট ক্লাবের সভাপতি মোঃ পারভেজ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, মোঃ হাসানুজ্জামান কামালস, স্বপ্নপূরণ একাডেমির সভাপতি মোঃ শেখ মামুনসহ সামাজিক সংগঠন ব্যনার ফেস্টুন নিয়ে ক্লাবের সকল সদস্য ও হলিধানী ইউনিয়নের যুবসমাজ সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তরা মানববন্ধনে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।