সূরা ইখলাসের ফজিলত
ঝিনাইদহের চোখঃ
কুরআন শরীফের সবচেয়ে সম্মানিত সূরাগুলোর মধ্যে একটি হল সূরা ইখলাস। এ সূরার ফজিলতগুলো নিন্মে আলোচনা করা হল-
১। যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে সেই ব্যক্তি কুরআনুল কারীম এক তৃতীয়াংশ পাঠ করার সওয়াব লাভ করবে।
২। যে ব্যক্তি দশবার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ্ তআলা নিজ কুদরতে তার জন্য জান্নাতের মধ্যে বিশেষ মর্যাদাশীল একটি মহল তৈরি করবেন।
৩। যে ব্যক্তি অধিক পাঠ এ সূরা পাঠ করবে আল্লাহ তায়ালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন।
৪। যে ব্যক্তি অধিক পরিমাণ পাঠ করবে আল্লাহ তায়ালা তাঁর লাশ বহন করার জন্য হয়রত জিবরাঈল (আঃ) এর সাথে সত্তর হাজার ফেরেশতা প্রেরন করবেন। সেই ফেরেশতারা তাঁর লাশ বহন করবে এবং জানাজায় শরিক হবে।
বর্ণিত আছে, রাসুল (সাঃ) এর সময় একবার এক এলাকার একজন ইমাম সাহেবের নামে বিচার এল। বিচারের দাবী ছিল যে সে সাহাবী প্রতি ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস পড়ত। এই প্রসঙ্গে সে সাহাবীকে তিঁনি জিজ্ঞেস করলে সাহাবা উত্তরে বললেন, “হে আল্লাহর রাসুল (সাঃ) সূরা ইখলাসে আল্লাহর শ্রেষ্ঠত্ব
এমনভাবে বর্ণিত আছে যে এই সূরা আমার অনেক ভাল লাগে। তাই আমি সব নামাজে এ সূরা পড়ি।”
এ কথা শুনে আল্লাহ রাসুল (সাঃ) কিছু বলার আগেই আল্লাহ বার্তা পাঠালেন যে, শুধু তার সূরা ইখলাসের প্রতি এই ভালোবাসাই তার জন্য জান্নাত নিশ্চত করে দিয়েছে।
সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জানার, বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।