চলে গেলেন সবার প্রিয় আব্দুর রহমান স্যার
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
চলে গেলেন ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর স্কুল এণ্ড কলেজের সাবেক সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) সবার প্রিয় আব্দুর রহমান স্যার।
রবিবার (১৩ জানুয়ারী) দুপুর ০২:০০টা দিকে তিনি ইহজগৎ ত্যাগ করেন।
জানা গেছে প্রিয় আব্দুর রহমান স্যার নিজ বাড়ীর অদূরে মালশাকুড়ির মাঠে ধানের জমি প্রস্তুতের জন্য জমিতে সেচ দিচ্ছিলেন। হঠাৎ কোন এক আইল ভেঙে পানি অন্যদিকে যাওয়ায় তিনি সেই আইল বেধে পানির গতিরোধ করতে যান, ঠিক এই অবস্থায় তাঁর হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে যান এবং তিনি পৃথিবীর সকল মায়া ত্যাগ পরপারের পথে পাড়ি জমান।
আব্দুর রহমান স্যার ৩ আগস্ট ১৯৭৪ খ্রিষ্টাব্দ তারিখে বাজার গোপালপুর স্কুল এণ্ড কলেজে সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে যোগদান করেন এবং ২৭ অক্টোবর ২০১৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দুই ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন।
তাঁর মৃত্যূতে ২নং মধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, ফারুক হোসেন জুয়েল ও বাজার গোপালপুর স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ জনাব, মঈন উদ্দীন শোক প্রকাশ করেছেন এবং শোক সম্তত্য পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।