ঝিনাইদহের পঙ্গু বাবা কী পারবে শাহিনা ও শাহীনকে শিক্ষিত করতে?
মোস্তফা কামাল, ঝিনাইদহের চোখঃ
ছবিটি দেখে মনে হতে পারে- তারা শিশু ! কিন্তু না, তারা পূর্ণ বয়স্ক না হলেও কৈশোর পেরিয়েছ। ছবিটিতে ডানে শাহিনা খাতুন (১৫) এবং বামে শাহীন (১৩)। তারা আপন ভাই বোন।
ঝিনাইদহ সদর উপজেলার কল্যানপুর গ্রামের সাহাজুল ইসলামের ছেলেমেয়ে তারা। কিন্তু নিয়তি তাদেরকে শারীরিকভাবে বাড়তে দেয়নি । দুই বছরের ব্যবধানে তারা এ পৃথিবীর আলো দেখেছে । শাহিনা খাতুন নারিকেল বাড়ীয়া মাদ্রাসার এবং শাহীন দোগাছি বেড় পাড়ার অটিস্টিক স্কুলের যথারীতি অস্টম ও পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী ।
তাদের বাবা শাহাজুল ও একজন পংগু মানুষ। নিজে প্রতিবন্ধি এবং প্রতিবন্ধী দুই সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি । ঝিনাইদহ আদালত চত্বরে সাহায্যের জন্য এসেছিলেন তারা।
আদালতের কাজে আসা মানুষের কেউ কেউ ৫/১০ টাকা করে সাহায্য করেছেন। কিন্তু শাহীন ও শাহিনা সুস্থ, স্বাভাবিক ও শিক্খিত জীবন চায়। তাই সমাজের বিত্তবান মানুষের কাছে আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন তারা।