ঝিনাইদহে কৃষক প্রশিক্ষণ
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে জিংক ধানের বৈশিষ্ট্য ও উপকারিতা বিষয়ক তিনদিনের কৃষক প্রশিক্ষণ মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে।
স্থানীয় বেসরকারি সংস্থা উন্নয়ন ধারা এই প্রশিক্ষণের আয়োজনে এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আলী হাসান, জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোফাক্খারুল ইসলাম, হারভেস্ট প্লাস বাংলাদেশের এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অফিসার মজিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান নাজমুর হুদা পলাশ, তালিব বাশার নয়ন, কৃষিবিদ রুবেল আলী, কৃষ্ণ দাস সাহা ও তানভীর আহম্মদ রনি।
সদর উপজেলা, হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলার নয়টি ইউপির ৭৫ জন কৃষক প্রশিক্ষণে অংশ নেয়।
প্রশিক্ষণে প্রদর্শনী কৃষকদের মাঝে জিংক ধানের ফ্যাকটশীট, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা বিষয়ক লিফলেট প্রভৃতি দেয়া হয়।