ধর্ম ও জীবন
আল-কুরআনের ফরিয়াদ!
ঝিনাইদহের চোখঃ
তাকের মধ্যে আমায় সাজিয়ে রাখা হয়,
চোখে মুখে লাগিয়ে আমায় চুমু দেওয়া হয়।
তাবিজ বানিয়ে ধুয়ে ধুয়ে পান করা হয়,
সবুজ গিলাফে এবং চাঁদ তারার ফুল এঁকে।
আতর লাগিয়ে সুঘ্রাণে বিমোহিত করা হয় আমায়
যখন কসম করার দরকার হয়,
তখন আমায় হাতে তুলে মাথায় রাখা হয়।
কিন্তু বাস্তব সভায় আমি গলগ্রহ, নেই আমার অবলম্বন,
তথাপি আমি একা থাকি নেই আমার মত মজলুম কেউ।
আমার মোহাব্বতের দাবিদার অন্যের কানুনে রাজি,
এভাবে লাঞ্চিত ও বঞ্চিত আমি,
নেই কোন মজলুম আমার মত!
লেখক : মুরাদ বিন আমজাদ, চেয়ারম্যান বাংলাদেশ মুসলিম উম্মা ফাউন্ডেশন