পাঠকের কথা
নির্লজ্জ স্বীকারউক্তি–সালমা ইসলাম
ঝিনাইদহের চোখঃ
নির্লজ্জ স্বীকারউক্তি–সালমা ইসলাম
এভাবে আমাকে স্বার্থপর ভেবোনা, হয়তো সময় আমাকে কোকিলের মত প্রয়োজনে স্বার্থপর করে দিয়েছে,
তুমি হয়তো ভাবছো এটা আমার নির্লজ্জ স্বীকার উক্তি।
বাস্তবের সাথে যুদ্ধ করতে করতে আমি কখনও কল্পনার বিলাস মাখিনি, সত্যিকে সত্যি মিথ্যাকে মিথ্যাই জেনেছি।
ছুটে চলা জীবনে কখনও হুচোট খেয়েছি,
নিজেকে সামলিয়ে আবার ছুটছি
এভাবে রেলগাড়ির মত ছুটতে ছুটতে কখনও যাত্রা বিরতি করছি, জীবনের প্রয়োজনে আবার ছুটছি।
বিরামহীন জীবনে বেঁচে থাকার তাগিদে একটা প্লাটফর্মে দাড়িয়ে গিয়েছি।
বলো এটাকে কি স্বার্থপরতা বলে?
মিথ্যা আশার বীজ বুনে কখনও কি
বেঁচে থাকা যায়, না বাঁচার আশায় পথ চলা যায়।
সময়ে জীবনের প্রয়োজনে মানুষ কখনও কখনও স্বার্থপর হয়ে যায়।