ক্যাম্পাসঝিনাইদহ সদর
ঝিনাইদহ জেলা প্রশাসকের প্রতিশ্রুতি
সুলতান আল একরাম, ঝিনাইদহের চোখঃ
আইন ও নীতিমালা অনুযায়ী, কোন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কোন কোচিং ব্যবসা পরিচালনা, কোনভাবে জড়িত থাকা বা ক্লাস নিতে পারবেন না।
রওশন সমাপনী কেয়ার ও মেরিট কোচিং নামের দুইটি কোচিং সেন্টার জেলা প্রশাসনের পৃথক দুইটি অভিযান পরিচালনার মাধ্যমে ইতিমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে।
আজ ঝিনাইদহ শহরের কচাতলা এলাকা থেকে মেরিট কোচিং সেন্টারের পরিচালক ও হিরেডাঙ্গা স্কুলের শিক্ষক ইমান আলী সজল কে গ্রেফতার করে পরে তাকে ভবিষ্যতে কোচিং পরিচালনা বা কোনভাবে জড়িত না হওয়ার জন্য মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়। জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী, সুপ্রভাত চাকমা ও রাজিয়া আক্তার চৌধুরী।