অধঃপতন—-সালমা ইসলাম
ঝিনাইদহের চোখঃ
অধঃপতন—-সালমা ইসলাম
মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায় জানো কি সবাই?
আবেগ, অনুভূতি, বিবেক ও মনুষ্যত্ত্বের,
মানুষ তো বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত।
অর্থ, বৃত্ত ও নারীর নেশায় হয়েছে আজ,
বিবেক ও মানবতা বির্বজিত নরপিশাচ।
সে ভুলে যায় ঐ নারী গর্ভে জন্ম তার,
নারী কখনও মা ,কখনও বোন, কখনও মেয়ে,
আবার কখনও প্রেমিকা, কখনও বউ
তবে জেনে শুনে কেন করো চরম অপমান।
আমি ধিক্কার জানায় ঐ নরপশুকে,
যে কিনা তিন বছরের শিশুকে ধর্ষণ করে মেরে ফেলে অকাতরে।
যার মুখে এখনও লেগেছিল দুধের গন্ধ
গায়ে ছিল শুধা আতুড়ে আতুড়ে গন্ধ।
পশুকে জন্ম হতে যে স্বভাব দিয়েছিল স্বয়ং বিধাতা,
তাতেই অটুট তারা সদা।
তবে তুমি কেন পরিবর্তিত হে মানব
এই নশ্বর পৃথিবীর বুকে।
তোমার মাঝে বাস করে কেন হায়নাদের কালোছাপ।
ঝেড়ে ফেল সমস্ত লোলুপতা ও পাশবিকতা
মানুষ হয়ে জন্ম নিয়েছো রক্ষিও সে সম্মান।
দানব তো মানুষ হয়নাই, মানুষ হয়েছে দানব
বিবেকের কাছে প্রশ্ন কর মনুষ্যত্ত্বের কেন এত অধঃপতন?
হে মানব মানবী শ্রেষ্ঠতের সম্মান রক্ষার্থে,
মানুষ হও আবার.।