‘নিরাপদ সড়ক চাই’র ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ”নিরাপদ সড়ক চাই’র” উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৯ জানুয়ারী) সকালে কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে হোটেল ধান সিড়ির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা’র) কালীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ও আর টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাংবাদিক শিপলু জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ। এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সদর উদ্দিন মিয়া, মাই টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি আনিচুর রহমান মিঠু মালিথা, শিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির চৌধুরী, রায়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, সংগঠনের নির্বাহী সদস্য সাংবাদিক হাবিব ওসমান, নির্বাহী সদস্য মর্জিনা বেগম।
এ মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ন-আহবায়ক মিশন আলী, নাসির জমসেদ, জিল্লুর রহমান, সদস্য সাংবাদিক আহসান কবির, শাহ আলম, নাজমুল হোসেন, লালন মন্ডল, রাজু আহমেদ শাহিন, তানজির রহমান তকিসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। সরকারিভাবে প্রতি বছরই নিরাপদ সড়ক চাই-এর দিবসকে জাতীয় দিবস ঘোষণা করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানানো হয়। বক্তারা বলেন, পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়। এ যেন হয় আমাদের শিক্ষা।