কোটচাঁদপুরটপ লিড

১৮ ঘন্টা পর খুলনা-সারাদেশ রেল যোগাযোগ স্বাভাবিক, ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত

সুমন মালাকার, ঝিনাইদহের চোখঃ

দীর্ঘ ১৮ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ঘটনাস্থল কোটচাঁদপুর স্টেশনের মাস্টার নুরুল ইসলাম জানান, খুলনা ও ঈশ্বরদী থেকে দু’টি রিলিফ ট্রেন উদ্ধার কাজ করেছে।

উল্লেখ্য, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস-৭২৬ ডাউন ট্রেনটি ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনে প্রবেশের আগেই ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সাথে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

এ সময় ট্রেনটি কোটচাঁদপুরের স্টেশনে প্রবেশের আগে তালশার রেলগেট অতিক্রম করার পরই ইঞ্জিন ও পাওয়ার কারের লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের ইঞ্জিনটি সম্পূর্ণ লাইন ছেড়ে মাটিতে নেমে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button