ঝিনাইদহে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহের চোখঃ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)’র ঝিনাইদহ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। বাপসা ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার ইউপি সচিবগণ। আলোচনা সভা শেষে কমিটি গঠন করা হয়।
এসময় সময় জেলার ৬৭ জন ইউপি সচিবদের মধ্যে ৫৮ জনের উপস্থিতিতে ত্রি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে সকলের সম্মতিক্রমে কোন প্রার্থী প্রতিদ্বন্দীতা না করায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছী ইউপি সচিব শেখ হাবিবুর রহমানকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) এর ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও সদর থানার ফুরসন্ধি ইউপি সচিব মোঃ ছাবদার আলীকে সাধারণ সম্পাদক এবং কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউপি সচিব কাজী আবু বিন সাফায়েতকে সাংগঠনিক সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। নব-গঠিত এ কমিটিকে স্বাগত জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।