ঝিনাইদহে যুবককে হত্যার অভিযোগ
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদরের মাইয়াধরপুর গ্রামে মেহেদী হাসান তারেক নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (২০ জানুয়ারি) এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে।
মৃত তারেকের দুলাভাই মোজাম্মেল হক জানান, আমার শ্যালক মেহেদী হাসান তারেক খুলনায় প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি করত। পাশের বাড়ির একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে সে গতকাল ভোরে বাড়িতে আসে। দুপুর ১২ টার দিকে একই গ্রামের জনী ও পারভেজ তাকে মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহরে নিয়ে আসে। বিকালে তারা তারেকের বাড়িতে ফোন করে জানায় তারেক বিষপান করে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে তার পরিবারের লোকজন তারেকের মৃতদেহ সদর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। বিষয়টি তাদের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে আনে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ময়না তদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।