কালীগঞ্জ
হারানো সংবাদ
ঝিনাইদহের চোখঃ
সূত্রঃ কালীগঞ্জ থানার সাধারণ ডায়রী নং-১২৭৫ তাং-২৫/০১/২০১৯ খ্রিঃ।
সংবাদদাতা মোছাঃ ফরিদা খাতুন(২৭) স্বামী-মোঃ আসমত আলী সাং-বহরপুর থানা-ইশ্বরদী জেলা-পাবনা বর্তমান-আড়পাড়া নদীপাড়া(জনৈক কিবরিয়ার বাড়ীর ভাড়াটিয়া) থানা-কালীগঞ্জ জেলা-ঝিনাইদহ অদ্য ইং-২৫/০১/২০১৯ তারিখ লিখিতভাবে জানান যে, তাহার পুত্র ফরিদ হোসেন(৮) মানসিক রোগী।
গত ইং-১৭/০১/২০১৯ তারিখ সকাল অনুমান-৬.০০ ঘটিকার সময় মাছের আড়তে কাজ করার জন্য বাহির হয়। কিন্তু পরবর্তীতে তাহার পুত্র বাড়ীতে ফিরে যায় নাই। তাহাকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করিয়া সন্ধান পাওয়া যায় নাই।
উক্ত বিষয়টি সূত্রোক্ত সাধারণ ডায়রী মূলে লিপিবদ্ধ হইয়াছে। শিশুটির কোন সন্ধান পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল।