ঝিনাইদহের নলডাঙ্গা ভুষণ শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
শিপলু জামান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জে নলডাঙ্গা ভুষণ শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরন করা হয়।
দুইদিন ব্যাপি অনুষ্টিত শনিবার সমাপনী দিনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান মতি ও সরকারী নলডাঙ্গা ভ’ষন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা। অনুষ্টানের শুরুতেই বেলা ১২ টায় ২য় বারের মত নির্বাচিত এমপি আনোয়ারুল আজিম আনার সহ অতিথিবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এরপর মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের অধ্যক্ষ শাহী আলম।
অনুষ্টানে অন্নান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য আজিজুর রহমান, অভিভাবক সদস্য সাংবাদিক জামির হোসেন, উপদেষ্টা সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী সরোয়ার হোসেন ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আর টিভি জেলা প্রতিনিধি সাংবাদিক শিপলু জামান প্রমুখ। এরপর ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে ২য় বারের মত নির্বাচিত এমপি আনোয়ারুল আজিম আনারকে সংবর্ধনা দেওয়া হয়। সন্মাননা স্বরুপ এমপি আনারের হাতে ক্রেষ্ট উপহার তুলে দেন বিদ্যালয়ের অধ্যক্ষ ও সভাপতি মহোদয়।
এরপর বিকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে এক মনোঞ্জ সংঙ্গীতানুষ্টান ও কুইজ প্রতিযোগিতা শুর হয়। শেষে রাতে লটারির ড্র অনুষ্টিত হয়।