ভালোবাসা ও ভ্রাতৃত্বের সাথে বিদায় রাজেস উইকি
ঝিনাইদহের চোখঃ
বিদায় নিচ্ছেন প্রায় ৪ বছর ঢাকায় দায়িত্ব পালনকারী বাংলাদশেস্থ ভারতীয় দূতাবাসের ফাষ্ট পলিটিক্যাল সেক্রেটারী রাজেস উইকি।
২৮শে জানুয়ারী আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন তিনি। এ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস।
জানা যায়, রাজেস উইকি ভিয়েতনামে নতুন দায়িত্ব পালনের জন্য ঢাকা ছাড়ছেন।
ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক ক্রমশ আরো ভালো হচ্ছে। এদেশে তার দায়িত্ব পালনকালে দু’দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে।
তিনি অারও জানান, বাংলাদশেস্থ ভারতীয় দূতাবাসের ফাষ্ট পলিটিক্যাল সেক্রেটারী রাজেস উইকি গত চার বছর দায়িত্ব পালন কালে হয়ে উঠেছিলেন এদেশের মানুষের প্রিয় বন্ধু । তিনি ছুটেছেন এদেশে মানুষের সুখ-দুঃথে দেশের প্রত্যান্ত এলাকায় । তার আগামী দিনের পথ চলা সুন্দর হোক। এদেশের মানুষের পক্ষ থেকে শুভ কামনা।