ঝিনাইদহের বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঝিনাইদহের চোখঃ
“বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ত জাতি গঠনের নিয়ামক শক্তি” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা, একাডেমিক সুপার ভাইজার আব্দুল আলীম প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা ও থানার ওসি ইউনুচ আলীকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
সেমিনারে উপজেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।