ঝিনাইদহে ব্যতিক্রমী জৈব সবজি মেলা
আব্দুস সালাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজি নিয়ে ”জৈব সবজি মেলা ২০১৯ অনুষ্ঠিত হয়। জীবণযাত্রার মানোন্নয়নে সবজি চাষী, ব্যবসায়ী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে জীবিকা প্রকল্পের সহযোগিতায় জৈব সবজি মেলা ২০১৯ অনুষ্ঠিত হয়।
কালীচরণপুর ইউনিয়ন পরিষদ চত্তরে এইড ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায়, ডি আর আর এ এর সহযোগিতায়, লিলিয়েন ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রোকনুজ্জামান কৃষি সম্প্রসারণ অফিসার উপজেলা কৃষি অফিস ঝিনাইদহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীচরণপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শ্রী কৃষ্ণ পদ দত্ত, মোঃ ইকবাল মাহমুদ, ডিপুটি কো-অর্ডিনেটর যুব উন্নয়ন ঝিনাইদহ। আরও উপস্থিত ছিলেন কালীচরণপুর ইউনিয়নের সেফ হেল্প গ্রুপের সদস্য, সবজি ব্যবসায়ী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।
মেলার তাৎপর্য তুলে ধরে আলোকপাত করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার জনাব মোস্তফা রাব্বী। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ এনামুল কবির, সিনিয়র অফিসার, এইড ফাউন্ডেশন। উক্ত মেলায় সভাপতিত্ব করেন জনাবা সুরাইয়া পারভিন শিল্পী, সহকারী পরিচালক ডিসিআরপি, এইড ফাউন্ডেশন।