সন্তানকে মিথ্যা প্রলোভন দেখানো সম্পর্কে ইসলাম যা বলে
ঝিনাইদহের চোখঃ
আমরা আমাদের সন্তানের দুষ্টমির যন্ত্রণা থেকে পরিত্রাণের জন্য তাদেরকে কিছু দেওয়ার প্রলোভন দেখিয়ে শান্ত করার চেষ্টা করি। আবার কখনো সন্তানদের অসহণীয় আবদার পূরণের জন্য ব্যর্থ আশ্বাস তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি। কখনো এ বিষয়ে সফল হই এবং কখনো ব্যর্থ হই। কিন্তু প্রকৃতপক্ষে এই পথ অবলম্বন করাতে আমরা কতোটুকুই বা লাভবান হই? এ সম্পর্কেও ইসলামের কিছু নিয়ম ও বিধান আছে। যা আমরা পরিপূর্ণভাবে অবগত নই।
মহান আল্লাহ তাআলা বলেন, “মানুষ যে কথাই বলুক (উচ্চারণ করুক) না কেন তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই আছে। (সূরা ক্বাফ- ১৮)
সাহাবী আবদুল্লা ইবনে মাসউদ রা. বলেন, “রাসূল (সা.) বলেছেন, নিশ্চয় সত্যবাদিতা পূণ্যের পথ দেখায়, আর পুণ্য জান্নাতের দিকে পথ নির্দেশনা করে। আর মানুষ সত্য কথা বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর নিকট তাকে ‘‘মহা সত্যবাদী” রূপে লিপিবদ্ধ করা হয়। আর নিঃসন্দেহে মিথ্যাবাদিতা মানুষকে নির্লিপ্ততা ও পাপাচারের দিকে নিয়ে যায়। মানুষ মিথ্যা বলতে থাকে, শেষ পর্যন্ত তাকে “মহা মিথ্যাবাদী” রূপে লিপিবদ্ধ করা হয়। (সহীহ বুখারী, হা- ৬০৯৪, সহীহ মুসলিম, হা- ২৬০৭)।
সাহাবী আব্দুল্লাহ বিন আমের রা. বলেন, রাসূল (সা.) একদিন আমাদের বাড়িতে আসলেন। আমি তখন ছোট ছিলাম। আমি খেলার জন্য বাড়ির বাহিরে যাচ্ছিলাম, তা দেখে আমার মা আমাকে এ বলে ডাকলেন, আব্দুল্লাহ এখানে আস, আমি তোমাকে মজা দিব। এ কথা শুনে রাসূল (সা.) আমার মা কে বললেন, তুমি ওকে কিছু দেওয়ার ইচ্ছে করেছো কি? মা বললেন, ওকে খেজুর দিব। তখন রাসূল (সা.) বললেন, “জেনে রাখো! যদি তুমি ওকে কিছু না দিলে তাহলে তোমার ওপর একটি মিথ্যা লেখা হতো। (সুনানে আবু দাউদ, হা- ৪৯৯১, মিশকাত, হা- ৪৮৮২)
সাহাবী আবু হুরায়রা রা. বলেন, রাসূল (সা.) বলেছেন, যে মা তার সন্তানকে কিছু না দেওয়ার জন্য (ভান করে) বলল এখানে আসো নাও। অতঃপর তার বাচ্চাকে সেই মহিলা কিছু দিল না, সে মহিলা একজন মিথ্যাবাদী। (মুসনাদে আহমদ, হা- ৯১৩৫)
উল্লেখ্য যে, এ সকল হাদীস দ্বারা ইহাই প্রমাণিত হয় যে, যে পিতা-মাতা তাদের শিশুদেরকে প্রলোভন দেখানোর মাধ্যমে শান্ত করার বা নিজেদের বাধ্যগত করার যে মিথ্যা আশ্রয় নেয় তাতে করে সে পিতা-মাতা আল্লাহর কাছে মিথ্যাবাদী রূপে লিপিবদ্ধ হয়ে যায়। কেননা এতে করে সন্তান ও পিতা-মাতা ধীরে ধীরে মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যায় এবং উভয়ের চারিত্রিক গুণগুলো ধ্বংস হয়ে যায়।