সূচকের মিশ্র প্রবণতায় উভয় পুঁজিবাজারের লেনদেন চলছে
ঝিনাইদহের চোখ ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের মিশ্র প্রবণতায় চলছে এদিনের কার্যক্রম। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে মাত্র ৭ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ৯ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে ১০ পয়েন্ট সূচক বাড়ে। তবে লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটের দিকে ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক আবারও সামন্য বাড়তে থাকে। বেলা ১১টার দিকে ডিএসই’র প্রধান সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯৩১ পয়েন্টে।
অন্যদিকে, ডিএসই-৩০ সূচক শূন্য দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৪৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম।
এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- বেক্সিমকো লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, আরএসআরএম স্টিল, লিগ্যাসি ফুটওয়্যার, ইস্টার্ন হাউজিং, গ্রামীণ ফোন, ইউনাইটেড পাওয়ার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।
সিএসই
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৯৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করে।
এদিন ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, আরএসআরএম স্টিল, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, এসআলম, বিবিএস এবং প্রভাতি ইন্স্যুরেন্স।