হজরত মুহাম্মদ (সা.) কি অন্য ধর্ম বা সম্প্রদায়ের প্রতি আঘাত আনার নির্দেশ দিয়েছিলেন?
ঝিনাইদহের চোখঃ
প্রশ্ন : বিশ্ব মানবতার প্রতীক হজরত মোহাম্মদ (সা.), যাকে মহানবী ও আলআমিন রুপে ভূষিত করা হয়েছে তিনি কি কোথাও অন্য জাতির ধর্ম বা সম্প্রদায়ের প্রতি আঘাত আনার নির্দেশ দিয়েছিলেন?
উত্তর : বিশ্ব মানবতার প্রতীক হজরত মোহাম্মদ (সা.) কোনো জাতির ধর্ম বা সম্পদের ওপর আঘাত করার অনুমতি কখনও দেননি। তবে আত্মরক্ষায় নিজেকে সদা সতর্ক ও প্রস্তুত থাকতে বলেছেন।
যেমন- বনী যুহরা গোত্রের মিত্র এবং নবী (সা.) এর সাথে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবা মিকদাদ ইবনু আমর কিন্দী রা. নবী (সা.) কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল কোনো কাফেরের সাথে যদি মোকাবেলা বা লড়াই হয়, আর যদি সে তরবারির আঘাতে আমার কোনো একটি হাত কেটে ফেলে, তারপর আত্মরক্ষার জন্য কোনো গাছের আড়ালে আশ্রয় নিয়ে সে বলে, আল্লাহর উদ্দেশে ইসলাম গ্রহণ করলাম, তখন এ কথা বলার পরেও কি আমি তাকে হত্যা করব?
রাসূল (সা.) বললেন “না, তাকে হত্যা করো না।” আমি বললাম সে তো আমার হাত কাটার পর এ কথা বলছে। রাসূল (সা.) আবার বললেন, তুমি তাকে হত্যা করবে না, কেননা এমতাবস্থায় তাকে হত্যা করলে, হত্যা করার পূর্বে তোমার যে মর্যাদা ছিল সে সেই মর্যাদা লাভ করবে, আর ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়ার আগে তার যে মর্যাদা ছিল তুমি সেই মর্যাদা লাভ করবে। (সহীহ বুখারী, হা- ৩৭২০)
অতএব যুদ্ধক্ষেত্রে নিরর্থক হত্যাকাণ্ড ঘটানো যেখানে সম্পূর্ণ নিষেধ সেখানে সাধারণ ক্ষেত্রে হত্যা, আঘাতের মাধ্যমে ক্ষতি সাধন ও সম্পদ বিনষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।